Warning: Creating default object from empty value in /home/channelnonline/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/channelnonline/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/channelnonline/public_html/wp-includes/feed-rss2.php on line 8
জেলা প্রতিনিধি Archives - CHANNEL N | চ্যানেল এন https://www.channelnonline.com/?cat=68 সততা আর সাহসিকতায় Mon, 18 Aug 2025 18:46:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://www.channelnonline.com/wp-content/uploads/2025/08/cropped-cropped-T2-removebg-preview-300x300-1-32x32.png জেলা প্রতিনিধি Archives - CHANNEL N | চ্যানেল এন https://www.channelnonline.com/?cat=68 32 32 টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে রাস্তা অবরোধ https://www.channelnonline.com/?p=1810 https://www.channelnonline.com/?p=1810#respond Mon, 18 Aug 2025 18:46:51 +0000 https://www.channelnonline.com/?p=1810 কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।  সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক (খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে […]

The post টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে রাস্তা অবরোধ appeared first on CHANNEL N | চ্যানেল এন.

]]>
কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক (খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে শ্রমিকরা কর্মবিরতি রেখে অবস্থান কর্মসূচি পালন করে। পরে প্রায় ৪’শ শ্রমিক সেখান থেকে আলাদা দুটি মিছিল নিয়ে ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে সামনে এসে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাদের দাবী তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালের আগে সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্ম দিবস ধরে বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করে। তারই প্রতিবাদে এই অবরোধ, অবস্থান কর্মসূচি।

বক্তারা আরো বলেন, তাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানেও তাদের দাবি তুলে ধরা হয়েছে। তাদের সেই দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান।

এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন, বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র (রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, শামসুন্নাহার বেগম, তারা মিয়া, সুমন, বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়ন এর (৩১৫২) শহিদুল ইসলাম ও আব্দুস সালাম প্রমূখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান ও আব্দুস সালাম।

The post টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে রাস্তা অবরোধ appeared first on CHANNEL N | চ্যানেল এন.

]]>
https://www.channelnonline.com/?feed=rss2&p=1810 0
কক্সবাজার পেকুয়ায় ৩টি দেশীয় তৈরী এলজি উদ্ধার, আটক-২। https://www.channelnonline.com/?p=1778 https://www.channelnonline.com/?p=1778#respond Sun, 17 Aug 2025 19:42:06 +0000 https://www.channelnonline.com/?p=1778 কক্সবাজারের পেকুয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। ১৭ আগস্ট (রবিবার) সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়কে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার […]

The post কক্সবাজার পেকুয়ায় ৩টি দেশীয় তৈরী এলজি উদ্ধার, আটক-২। appeared first on CHANNEL N | চ্যানেল এন.

]]>
কক্সবাজারের পেকুয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। ১৭ আগস্ট (রবিবার) সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়কে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি এলাকার রবিউল হাসান (১৮) ও হৃদয় হোসেন (২২)। পুলিশ জানায়- রবিউল চকরিয়া থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। তল্লাশির সময় তার নিকট থাকা স্কুলব্যাগ থেকে কম্বলে মোড়ানো তিনটি এলজি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে হৃদয়কে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, অস্ত্রগুলো মহেশখালী থেকে কিনে লক্ষ্মীপুরে এক ব্যক্তির কাছে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান- আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

The post কক্সবাজার পেকুয়ায় ৩টি দেশীয় তৈরী এলজি উদ্ধার, আটক-২। appeared first on CHANNEL N | চ্যানেল এন.

]]>
https://www.channelnonline.com/?feed=rss2&p=1778 0