ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় বিল্লাল খাঁন (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বুধবার (৬ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ে ভাঙ্গা মডেল মসজিদে সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল খাঁন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে। আহতরা হলেন— হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্টার ডিলাক্স নামের পরিবহনের একটি বাস পিছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের সামনে নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত হন এবং আরও দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া, এদিন সকালে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে এক্সপ্রেসওয়ে ওপর উলটে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হন।