ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভোটারদের কাছে দোয়া চান।
কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর-৪ আসনের জনমানুষের নেতা ও বিএনপি মনোনীত ধানের শীষের একমাত্র সংসদ সদস্য প্রার্থী জনাব শহিদুল ইসলাম খান বাবুলের শুভেচ্ছা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বিএনপি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে জনগণের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানে দলীয়ভাবে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।