বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রতীক, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জানুয়ারি সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে মাদ্রিদ মহানগর জাতীয়তাবাদী দলের আয়োজনে এ তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত প্রতীক। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন,
“আজকের এই দোয়া মাহফিল শুধু শোকের নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ গ্রহণের দিন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ শামচু। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“প্রবাসের মাটিতে থেকেও বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী প্রামাণিক, সাইদ মিয়া, আকবর শেট, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল এবং মাদ্রিদ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দীন মোহাম্মদ প্রামাণিক।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্পেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।