ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরনটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত মাস্টারের অবসরজনিত কারণে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ইআগস্ট) নটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি করেন গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টেপাখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন আহমেদ, বর্তমান প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জেল হোসেন, নটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর মন্ডল, লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম, গাজীর টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক খালেদা বেগম,গোলাপ খার ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কোহিনুর বেগম, সাবেক বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাসক মেঘলাল বৈদ্য, সাবেক উপজেলা ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন আহমেদ, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারী আব্দুল কুদ্দুস, সাবেক গাজিরটেক ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী প্রামানিক,বিএনপির উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আমিনুল হক বাচ্চু, তৈয়বুর রহমান সিকদার সহ আরো অনেকে।
বিদায় অনুষ্ঠানের সভাপতি ও গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী বলেন, বেলায়েত মাস্টার একজন মেধাবী ছাত্র ছিলেন, ছাত্র জীবনে কখনো প্রথম কখনো দ্বিতীয় হয়ে কৃতিত্বের সাথে বিএসসি পাস করার পর শিক্ষকতা পেশায় যোগদান করেন।
তিনি ৩৫ বছর ২ মাস ১৬ দিন শিক্ষকতা জীবন শেষ করে আজ অবসর গ্রহণ করেন, উনি এই বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নীত হয়েছে। নদী ভাঙ্গন কবলিত বিদ্যালয়টি অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত দাঁড় করিয়েছেন। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এই মহান শিক্ষকের বিদায় জানাতে এসে অনেকের চোখে পানি দেখতে পাচ্ছি।
এই বিদায় বেলা বিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক ছেলেমেয়েরা স্যারের হাতে তাদের ভালোবাসার উপহার তুলে দিচ্ছেন। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে কান্না জড়িত কন্ঠে বিদায় জানিয়ে এই মহান শিক্ষকের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা ও উপস্থিত ছিলেন।