ফরিদপুরের সদরপুরে সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু মাটি উত্তোলনের দায়ে একজন কে আটক করে জরিমানা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সদরপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্যামপুরটেক জলধারায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
আদালত পরিচালনাকালে ড্রেজার দিয়ে বালু মাটি উত্তোলন করার দায়ে মোঃ নুরুল ইসলাম(৪৫) কে আটক করে দণ্ড কার্যকর করা হয়। আটককৃতর বাড়ি চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত লাল মিয়া বেপারীর পুত্র। বালু বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০হাজার টাকা জরিমানা করা হয় অবৈধভাবে বালু মাটি উত্তোলনের দায়ে।