1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
বিয়ে বাড়ির আনন্দের মুহূর্তেই কান্নার রোলে পরিনত - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি এম’পি হিসেবে নয়- খেদমতদার-গোলাম-ভাই-সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই “শহিদুল ইসলাম বাবুল জয়পুরহাটের পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত চরভদ্রাসন থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে, ‌বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ফরিদপুরে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামিকে জুলাই সাহসী সাংবাদিক পুরস্কার দেওয়ার প্রতিবাদে মানববন্ধন চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে অসহায় মাজেদা বেগমের জীবন সংগ্রাম পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু! খালেদা জিয়ার জন্মদিনে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করলেন শহিদুল ইসলাম বাবুল কক্সবাজার পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ।

বিয়ে বাড়ির আনন্দের মুহূর্তেই কান্নার রোলে পরিনত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

রাত পোহালেই বর সবাইকে নিয়ে কনেকে আনতে যাবেন। বরের হাতে মেহেদিও পরানো হয়ে গেছে। রাত তখন ৩টা বাজে। হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। বরের ভাবি আয়েশা বেগম (৪০) হৃদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আয়েশা বেগম ৯ মাসের সন্তানসম্ভবা ছিলেন। বুধবার সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। মায়ের সঙ্গে গর্ভে থাকা সেই সন্তানও মারা গেছে। মুহুর্তেই বিয়েবাড়িতে যেন আকাশের কালো মেঘে ডাকা পড়ে বিষাদের ছায়া অন্ধকার নেমে আসে। কান্নার রোলে,আহাজারিতে বিলাপে পরিবেশ ভারী হয়ে ওঠে।

গত মঙ্গলবার ৫ই আগস্ট দিবাগত রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

মৃত আয়েশা বেগম উপজেলার পতনঊষার ইউনিয়নের ডুবাই প্রবাসী লাল মিয়ার স্ত্রী। আয়েশা বেগম তিন সন্তানের জননী। মঙ্গলবার তাঁর চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখার অপেক্ষায় ছিল।

নিহতের পরিবার সূত্রের বরাতে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামের প্রবাসী যুবক আনসার মিয়ার বুধবার বিয়ের দিন ছিল। বিয়ের অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার রাতে সবাই আনন্দ উল্লাসে মেতে ছিলেন। এর মধ্যে রাতে বড় ভাই লাল মিয়ার সন্তানসম্ভবা স্ত্রী আয়েশা বেগমের শরীরে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট লাগে।

এর কিছুক্ষণ পর তাঁর হার্টের অ্যাটাক হয়। পরিবারের সদস্যরা তাড়াহুড়া করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আয়েশা বেগম ও তাঁর গর্ভের সন্তান দু’জনকেই মৃত ঘোষণা করেন। এমন হৃদয়বিদারক ঘটনার পর বিয়ের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে স্ত্রী ও গর্ভের সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্রবাস থেকে স্বামী লাল মিয়া দেশে আসতেছেন। দেশে আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা ফটিকুল ইসলাম রাজু বলেন, ঘটনার পর বিয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। দাফনকাজ সম্পন্ন শেষে হয়তো বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

আয়েশা বেগমের চাচা শ্বশুর ইসমাইল মিয়া বলেন, আমরা কি বলব আর কোনো ভাষা নেই। আয়েশা বেগমের স্বামী দেশে আসার পর সিদ্ধান্ত অনুযায়ী জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট