1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এম’পি হিসেবে নয়- খেদমতদার-গোলাম-ভাই-সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই “শহিদুল ইসলাম বাবুল জয়পুরহাটের পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত চরভদ্রাসন থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে, ‌বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ফরিদপুরে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামিকে জুলাই সাহসী সাংবাদিক পুরস্কার দেওয়ার প্রতিবাদে মানববন্ধন চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে অসহায় মাজেদা বেগমের জীবন সংগ্রাম পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু! খালেদা জিয়ার জন্মদিনে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করলেন শহিদুল ইসলাম বাবুল কক্সবাজার পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

৮ আগস্ট শুক্রবার বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ এর সঞ্চলনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য প্রবিন সাংবাদিক নেতা মাইনুদ্দিন কাদেরী শওকত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান রনি, এস এম পিন্টু, শিব্বির আহমেদ ওসমান,দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ মনির হোসেন, দৈনিক আজকের বাংলা চট্টগ্রাম ব্যুরো চীফ ইসমাইল ইমন,সিআরএ’র সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাদক্ষ সাইফুদ্দিন রমিজ,প্রচার সম্পাদক রোমেন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, কার্যকরী সদস্য এম আর মিলন, মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আরিয়ান লেনিন,মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল, নারী সাংবাদিক রোজী আক্তার, এছাড়াও চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার ‘অপরাধে’ সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা বলেন, “এ ঘটনা আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”
সাগর – রুনি সহ বিগত দিনে বিভিন্ন ভাবে হত্যার শিকার সাংবাদিকদের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হলে,আজ এইসব পরিস্থিতি দেখতে হতো না সাংবাদিক সমাজ ও দেশবাসীকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে।

সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’, স্লোগানের মাধ্যমে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট