গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।
আজ শনিবার বেলা ১১ টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে শহরের তিন মাথায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার দাস, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু,পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব,সম্পাদক আমিনুল ইসলাম দুলাল,নির্বাহী সদস্য সাংবাদিক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম,দুলাল অধিকারী,দেলোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের পেশা দায়িত্বের জন্য বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়।সাগর রুনির মত অনেককেই হত্যা করা হয়েছে।এসব হত্যার ঘটনায় বিচারের নামে শুধুমাত্র ট্রায়াল চলে। একারণে তুহিন হত্যাকারীদের বিচারের নামে কোন ট্রায়াল না করে ফাঁসির দাবী জানান।