গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে চরভদ্রাসন উপজেলার সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তবে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ হুমকির মুখে পড়বে। তুহিন ভাইয়ের নি,র্ম,ম মৃ,ত্যু প্রমাণ করে, সাংবাদিকরা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গে জড়িত।
তারা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সম্প্রতি অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে প্রাণ হারান। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।