কক্সবাজার সদরের খুরুশকুলে ১৫০ জন হত-দরিদ্র কিশোর-কিশোরীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় মুনিরিয়া বাহরুল উলুম মাদ্রাসার হল রুমে গত ১১ আগষ্ট বিকালে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সৌজন্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসিন চৌধুরী। উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন খুরুশকুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নাছির উদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন খুরুশকুল ৩নং ওয়ার্ডের মেম্বার জানে আলম, চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার স্বপন শিং, মাদ্রাসার শিক্ষক -শিক্ষিকা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই সবাইকে মনোযোগী হয়ে লেখা করতে হবে। লেখা পড়া করে বড় হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূৃমিকা রাখতে হবে। সকল ছাত্র-ছাত্রীদের আরো বিভিন্ন ধরনের উপদেশের মাধ্যমে বক্তব্য শেষ করেন। এসময় তিনি সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে। অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসার অধ্যক্ষের সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।