ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক যুব দিবস ও জাতীয় যুব দিবস একই দিন পালন করা হয়।
মঙ্গলবার (১২ই আগস্ট) বেলা ১১ টায় উপজেলা হল রুমে আলোচনা সভা শেষে যুবকদের মাঝে সনদ,ও ঋণ বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম খান,
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি আব্দুস সামাদ, চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মেজবাউদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাংবাদিক আব্দুস সবুর কাজল, সাংবাদিক লিয়াকত হোসেন লাভলু সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু,বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যৎ, একটি দেশকে উন্নয়নের শিকড়ে আরোহন করতে যুবকদের ভূমিকায় অগ্রণী। তিনি আরো বলেন যুবকদের এখন থেকেই বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে, আয় রোজগারের ব্যবস্থা করতে । সেটি হতে পারে ফিল্যান্সিং, সেলাই প্রশিক্ষণ, গবাদি পশু পালন, বায়ো গ্যাস প্লান্ট, মৎস্য চাষ,সহ বিভিন্ন আয় বর্ধক কাজ।
পরে উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে চরভদ্রাসন বাজার প্রদক্ষিণ করে উপজেলার সামনে শেষ হয়।