কক্সবাজার পৌরসভায় নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ। গত বুধবার (১৩ আগস্ট) বিকেলে বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
গত ৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন এবং জেলা প্রশাসক কার্যালয়ের ১২ আগস্টের স্মারকাদেশ অনুযায়ী নিজাম উদ্দিন আহমেদকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি একইসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবেও দায়িত্ব পালন করবেন।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। নিজাম উদ্দিন আহমেদ তার নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স নিয়ে তোপের মুখে পড়েছিলেন বিদায়ী প্রশাসক। গত ৩ আগস্ট তার বদলির আদেশ আসে এবং তাকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত করা হয়।