ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্যা মাতুব্বরের ডাঙ্গীর এক অসহায় মহিলার গল্প,
জীবনের শেষ প্রান্তে এসে যেন দুঃখ-কষ্ট আরও ঘনিয়ে এসেছে বৃদ্ধা মাজেদা বেগমের জীবনে। বয়সের ভারে ন্যুব্জ এই মহিলা একমাত্র নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ৭ বছরের ছোট্ট এই নাতির মা মারা গেছেন ৫ বছর আগে। এরপর থেকেই বাবা ও সন্তানকে ছেড়ে চলে যায়। ফলে এতিম শিশুটি দাদির কাছেই বড় হচ্ছে।
অসহায় দাদি মাজেদা বেগমের সংসার চলে মানুষের দান-খয়রাতে। কখনো কেউ একমুঠো চাল দেয়, কখনো দেয় পুরনো কাপড় — এভাবেই চলছে তাদের দিন। কিন্তু ছোট্ট নাতিকে নিয়ে তার কষ্ট সীমাহীন, বিশেষ করে খাবার ও পড়াশোনার খরচ মেটানো তার পক্ষে প্রায় অসম্ভব।
এমন খবর পেয়ে কিশোর আলো যুব সংগঠন দ্রুত সেখানে পৌঁছে যায়। সংগঠনের পক্ষ থেকে আজ মাজেদা বেগমকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া নাতির পড়াশোনার জন্য খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি জানান— “আমরা সমাজের বিত্তবান ও সদিচ্ছা সম্পন্ন মানুষদের অনুরোধ করছি, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে।”
মানবতার এই যাত্রায় আপনার অংশগ্রহণ হয়তো বদলে দিতে পারে এক এতিম শিশুর ভবিষ্যৎ।