ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের গালর্স স্কুল রোডের পাশে এক ভাড়াটিয়া গৃহবধু রুমি আক্তার (৩৭) কে প্রকাশ্যে রাস্তায় ফেলে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম সহ শ্লীলতাহানী ঘটিয়েছে তিন বখাটে। উক্ত তিন বখাটে হলো-আহত গৃহবধুর প্রতিবেশী সুজন বেপারী (২৫), সুজন মন্ডল (২৭) ও সজিব মন্ডল (২২)। এদের মধ্যে সজিব মন্ডল (২২) কে পুলিশ গ্রেফতার করে রোববার ফরিদপুর কোর্টে পাঠিয়েছেন। আহত গৃহবধু চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ আগষ্ট দুপুরে। আর গৃহধুর স্বামী মো. শাহেদুল আলম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা করেছেন ১৬ আগষ্ট। চরভদ্রাসন থানা মামলা নং-০৪। এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান,“তিনজন আসামীর মধ্যে একজন গ্রেফতার হয়েছে বাকীরা পলাকত রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে”।
উক্ত গৃহবধু ভাড়া বাড়ীতে প্রায় সময় একা থাকতো। এ সুযোগে ওই তিন বখাটে গৃহবধুকে উত্যোক্ত করে আসছিল। এ নিয়ে বখাটেদের সাথে তার দ্বন্দ্ব চলছিল। তাই পূর্ব শত্রুতার জ্বের ধরে ঘটনার দিন দুপুরে গৃহবধুকে একা পেয়ে রাস্তার মধ্যে ফেলে তাকে নির্যাতন করে তিন বখাটে। তারা ক্রিকেট খেলার ব্যাট ও লাঠী দিয়ে গৃহবধুকে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করে এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গৃহবধুর ডাকচিৎকারে পথচারীরা ছুটে এসে তারা বখাটেদের সামনে আসার সাহস না করে পুলিশে ফোন দেয়। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ তড়িৎ গতিতে ছুটে এসে গৃহবধুকে উদ্ধার করেন এবং লোক মারফত হাসপাতালে পাঠান। গৃহবধুর হাতে পায়ে মাথায় হাটুতে ও কোমরের নিচে বিভিন্ন অংশে জখম রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
রবিবার হাসপাতাল বেডে বসে আহত গৃহবধু জানায়, তার স্বামী মো. শাহেদুল ইসলাম ফটিকাছড়ি জেলায় কাপড়ের ব্যাবসা করেন। তার দুই ছেলেও বাড়ীতে থাকেন না। সেই সুবাদে প্রায় সময়ই উপজেলার ভাড়া বাড়ীতে গৃহবধুকে একা থাকতে হতো। এ সুযোগে ওই তিন বখাটে গৃহবধুকে দেখলেই বাজে মন্তব্য করা সহ উত্যোক্ত করে আসছিল। কিছুদিন আগে এক বখাটে রাতের আধারে গৃহবধুর ঘরে ঢুকে একটি মোবাইল ফোন নিয়ে এসেছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনার দিন দুপুরে গৃহবধুকে রাস্তায় একা দেখেই হিংস্র হয়ে ওঠে তিন বখাটে। বখাটেরা তাকে মেরে ফেলার উদ্দেশ্যে রাস্তায় ফেলে আঘাতের পর আঘাত করতে থাকে। পরে পুলিশ এসে গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আহত গৃহবধু আরও জানান, উপজেলার আরশাদ মাতুব্বর ডাঙ্গী গ্রামে তার পৈত্রিক বাড়ী হওয়ায় সে বাজারের পাশে একটি বাড়ীতে ভাড়া থাকেন। এ ঘটনায় মামলা করার পরও বখাটে ও তার সাঙ্গপাঙ্গরা তাকে হুমকী দিয়ে চলেছে।