হিন্দু ধর্মাবলম্বীদের দেবী মনসা পূজা উদযাপন উপলক্ষে, প্রতি বছরের ন্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতী বাবু বাড়ীর মোড়ে জমজমাট মেলার উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ,(২০ আগস্ট) বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় সব বয়সী মানুষের আগমনে মুখরিত পাশাপাশি ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলার আয়োজক কমিটিরা জানান, দেবী মনসা পূজা উপলক্ষে শত বছর ধরে এই মেলা হয়ে আসছে। এলাকার বিভিন্ন বাড়ীতে দূরদূরান্ত থেকে মেলা দেখার জন্য আত্মীয়স্বজনেরা এসেছেন।
গত,(১৭ আগষ্ট) রবিবার রাতে সুকুমার সরকার (ফেলন) এর বাড়ীর মন্দিরে দেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, হিন্দু ধর্মমতে মনসা হচ্ছে সাপের দেবী। অষ্টনাগ পূজা হিসেবেও পরিচিত। বাংলা ক্যালেন্ডার মতে শ্রাবণ মাসের ৩০ তারিখ এবং শ্রাবণের সংক্রান্তিতে পালিত হয়।