ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ৫০এরঅধিক অভিভাবক ও৩০০শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিভাবক সমাবেশ ১৯শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীরচর উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান ওএকাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ।
জানা গেছে, চরভদ্রাসন উপজেলা ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসাএকটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি কলেজ রয়েছে।
উপজেলায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরওউপজেলা প্রশাসনের উদ্যোগে চরভদ্রাসন উপজেলায় মেধাবীওকৃতি ছাত্র-ছাত্রীদের ৩১ শে জুলাই উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে উদ্যোগে এ বছর রেজাল্ট শিপ বিপর্যয় দেখা দেওয়ায় এর উত্তরণের উপায় হিসেবে প্রধান শিক্ষকদের অভিভাবক সমাবেশের নির্দেশ দেন এরই ধারাবাহিকতায় মৌলভী চর উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার মান উন্নয়নে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বক্তারা ।