চরভদ্রাসনে কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চর ভদ্রাসন উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে স্হানীয় দুধ বাজারে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , মোঃঅহিদুজ্জামান আহ্বায়ক সম্মেলন প্রস্তত কমিটি, কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মন্জুরুল হক মৃধা, নুরুল হক মোল্লা, সম্মেলন কমিটির সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা, মোস্তফা কবির বেপারি, শেখ গোলাম মোস্তফা, বক্তব্য দেন উপজেলা ছাত্র দলের আহবায়ক শুভ সালাহ উদ্দিন, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফারুক হোসেন,সিনিয়র সহ সভাপতি পিএম কামরুল হাসান, সহ সভাপতি হাফিজুর রহমান, সাবেক উপজেলা ছাত্র দলের আহবায়ক মোজাফফর হোসেন জাফর।
এসময় উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারি, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ এয়াকুব আলী,চর হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খান, আঃ আলী মৃধা সদস্য সম্মেলন প্রস্তত কমিটি,আঃ কাদের মাস্টার সদস্য সম্মেলন প্রস্তত কমিটি,দিদারুল ইসলাম সেন্টু মাস্টার, রহমত দেওয়ান সদস্য সম্মেলন প্রস্তত কমিটি।উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আসলাম শেখ, মোঃ ছাত্তার শিকদার সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল।মোঃ সাগর ফকির সাধারন সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লা বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গত ১৬ বছরে অসংখ্য মিথ্যা মামলা করে তার উপর আওয়ামী পুলিশ লেলিয়ে দিয়ে যে নির্যাতন করেছে তা নজিরবিহীন। আমরা ভাংগা সদরপুর চর ভদ্রাসনের সবচেয়ে জনপ্রিয় এই নেতার সকল মামলা প্রত্যাহার চাই এবং নিঃশর্ত মুক্তির দাবি করছি।