ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খোকন বেপারী (৪১), পিতা জালাল বেপারী, গ্রাম সাতরশি, সদরপুর; মো. রাকিব শেখ (২৫), পিতা মো. সোবাহান শেখ, গ্রাম বাকপুরা, ভাঙ্গা, ফরিদপুর; আবুল হোসেন ফকির (২০), পিতা জাহিদ ফকির, গ্রাম ফুলমল্লিক, সদরপুর।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় প্রত্যেক আসামিকে ১০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”