1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে সেই অসুস্থ ইব্রাহীমের পাশে দাড়ালো কিশোর আলো যুব সংগঠন - CHANNEL N | চ্যানেল এন
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু চরভদ্রাসনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল চর সুলতান পুর মাধ্যমিক বিদ্যালয় দল পাঁচবিবিতে স্কাউটের ৩য় বার্ষিক ডে নাইট ক্যাম্পের উদ্বোধন  চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে দুই দিন ব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন সদরপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে হয়ে গেলো একটি অনাড়ম্বর অনুষ্ঠা ফরিদপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক বিশেষ সভা ও সরকারি অনুদান প্রদান খুরুশকুলে হবে না রোহিঙ্গাদের ঠিকানা- চেয়ারম্যান নাছির। মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ চরভদ্রাসনের নতুন এসিল্যান্ড স্যারের সাথে কিশোর আলো যুব সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

চরভদ্রাসনে সেই অসুস্থ ইব্রাহীমের পাশে দাড়ালো কিশোর আলো যুব সংগঠন

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগী, স্বাধীনতা চত্বর সংলগ্ন ব্রিজের গোড়ার বাসিন্দা মো: ইব্রাহীম একজন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ। সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে অতি কষ্টে দিন পার করেন তিনি। জীবিকার একমাত্র অবলম্বন ছিল তাঁর অটোচালকের পেশা। এনজিও থেকে ঋণ নিয়ে কেনা সেই অটো দিয়েই সংসার চলত।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—গত শুক্রবার তিনি তাঁর ভাগ্নির বিয়ের দাওয়াতে পরিবারের সবাইকে নিয়ে লোহারটেক যান। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রাস্তার পাশে অটো রেখে বাড়ির ভেতরে ঢোকেন। খাওয়া-দাওয়া শেষে ফিরে এসে দেখেন, অটোটি আর সেখানে নেই। বহু খোঁজাখুঁজি করেও অটোর কোনো সন্ধান মেলেনি। এর আগে আরেকটি অটোও একইভাবে হারিয়ে গিয়েছিল। ফলে এক প্রতিবন্ধী মানুষকে দুষ্কৃতকারীরা বারবার টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে।

অটো হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ইব্রাহীম। সংসারের ভরণপোষণ, তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ ও ঋণের কিস্তি শোধ করা—সবকিছু নিয়ে তিনি দারুণ বিপাকে পড়েছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক সহানুভূতি ও ক্ষোভের সঞ্চার হয়।

এই পরিস্থিতির খবর পেয়ে কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান সরাসরি ফোনে যোগাযোগ করেন অসুস্থ ইব্রাহীমের সাথে। কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু কথায় নয়, কার্যত ইব্রাহীমের পাশে দাঁড়াতে পরের দিন সকালে কিশোর আলো যুব সংগঠনের ১৪ সদস্যের একটি টিম তাঁর বাড়িতে ছুটে যায়।

সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সজীব ব্যক্তিগত উদ্যোগে ইব্রাহীমের জন্য একটি সহায়তা প্যাকেজ পৌঁছে দেন। এর মধ্যে ছিল—এক বস্তা চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ৫ কেজি আটা, ২ কেজি লবণ, গুঁড়া সাবান, গোসলের সাবান, মুড়ি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

এছাড়া সংগঠনের সদস্যরা ইব্রাহীমের পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সাক্ষাৎকারও গ্রহণ করেন। সবাই একবাক্যে জানান, ইব্রাহীম সত্যিই একজন অসহায় মানুষ। তাঁর জীবনে একের পর এক দুর্যোগ নেমে আসছে, অথচ তিনি প্রতিবন্ধী হয়েও সৎভাবে শ্রম দিয়ে সংসার চালানোর চেষ্টা করছিলেন।

মানবিক দৃষ্টিকোণ থেকে কিশোর আলো যুব সংগঠনের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তবে শুধু সংগঠন নয়, সমাজের বিত্তবান ও দানশীল মানুষদেরও আহ্বান জানানো হচ্ছে, যাতে তাঁরা এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান।

যোগাযোগ নম্বর: ০১৭৫৩৮২৯৪৭৫ (মো: ইব্রাহীম)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট