জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর মহানগর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(২৩ আগস্ট) শনিবার বিকাল ৫ টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে নতুন বাস স্ট্যান্ডে
গিয়ে শেষ হয়।
জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে,
বিক্ষোভ মিছিলে অংশ নেয়
ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদকে (তাবরিজ), কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক রঞ্জু চৌধুরী সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।