1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
ভাঙ্গায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত - CHANNEL N | চ্যানেল এন
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু চরভদ্রাসনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল চর সুলতান পুর মাধ্যমিক বিদ্যালয় দল পাঁচবিবিতে স্কাউটের ৩য় বার্ষিক ডে নাইট ক্যাম্পের উদ্বোধন  চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে দুই দিন ব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন সদরপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে হয়ে গেলো একটি অনাড়ম্বর অনুষ্ঠা ফরিদপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক বিশেষ সভা ও সরকারি অনুদান প্রদান খুরুশকুলে হবে না রোহিঙ্গাদের ঠিকানা- চেয়ারম্যান নাছির। মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ চরভদ্রাসনের নতুন এসিল্যান্ড স্যারের সাথে কিশোর আলো যুব সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

ভাঙ্গায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি-
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার  (২৩ আগস্ট) ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে প্রায় সহস্রধীক অসহায় গরীব  রোগীদের বিনামূল্যে চোখের ছানি পরীক্ষাসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসা,  ঔষধ ও চশমা বিতরণ করা হয়। 

স্থপতি মুজাহিদ বেগের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ‘আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন’ ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিউট ও হাসপাতাল যৌথভাবে এই মানবিক কার্যক্রমের আয়োজন করে। চার জন বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের তত্ত্বাবধানে দিনব্যাপী এই সেবা কার্যক্রমে মানুষের ব্যাপক সাড়া মেলে।

সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমি চরভদ্রাসনের সন্তান। আমার পরিবার সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় আমি অর্থাভাবে চিকিৎসা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরেছি, যা একটি বিরল ইতিহাস।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তৃণমূলের মানুষের ও প্রান্তিক পর্যায়ের উন্নয়নে ভূমিকা রাখতে আমি সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আমি সেবামূলক কাজের মাধ্যমেই মানুষের কাছে যেতে চাই। নির্বাচিত হতে পারলে এই কাজের পরিধি আরও বাড়বে। আগামী ডিসেম্বরের মধ্যে ফরিদপুর-৪ আসনের আরও দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের ছানি অপারেশন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

স্বাস্থ্যসেবার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতেও কাজ করছেন বলে জানান মুজাহিদ বেগ। তিনি বলেন, “তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে শতাধিক মাঠে খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেছি।”

তিনি আরও বলেন, আমি আগামী নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব তাতে জয় পরাজয় যাই হোক গরিব দুখি অসহায় মানুষের মাঝে আমাদের এ সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

দিনব্যাপী এই ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ, চশমা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থপতি মুজাহিদ বেগের এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং এটি তার নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট