–
ফরিদপুরের চরভদ্রাসনের দর্জির মোড়এলাকায় লোহারটেক খালে ঐতিহ্যবাহী ভেলা বাইচ ২৩শে আগস্ট বিকেল ৫.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
জানা গেছে,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউললাহ খান।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচে সভাপতিত্ব ওসার্বিক সহযোগিতা করেন কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীরের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কবির।
গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচের যেমন সাময়িক বিনোদন দেয়এর বিকল্প হিসাবে ভেলা বাইচের মাধ্যমে গ্রামের কিশোর-কিশোরী যুবক-যুবতী বয়ো -বৃদ্ধরাও সাময়িক বিনোদনের আনন্দে বিপুল সংখ্যক লোক ভেলা বাইচে উপস্থিত হয়। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গন সহ বিপুল সংখ্যক লোক কৃষক মজদুরওসুশীল সমাজের লোকজন উপস্থিত হয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ভেলাবাইচ অনুষ্ঠান উপভোগ করেন।
গ্রাম বাংলার ঐতিহ্য এ আয়োজন টিতে উপস্থিত হয়ে আরেকটি বিনোদনের আহ্বান জানিয়ে উপস্থিত হন গাজিটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির আরও উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান দিপু খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর বেপারী, আমিনুল হক বাচ্চু, নিশাদ বেগ।
ঐতিহ্যবাহী ভেলা বাইচে ৭টি ভেলা বাইচে দলে যোগদান করে।
ভেলা বাইচে বিজয়ীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীওঅংশগ্রহণকারীদেরও সান্তনা পুরস্কার প্রদান করে আয়োজক কমিটি।
এউপলক্ষে বক্তব্য রাখেন চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান দীপু খান, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, ঐতিহ্যবাহী ভেলাবাইচ আয়োজক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কবির।