ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে একটি বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বেশকিছু ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এতে অংশ গ্রহন করেন কুসুম কুমার রায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ইউনিয়ন দলনেতা আবুল হাসান,ইউনিয়ন দল নেত্রী বেগম আক্তার, উপজেলা আনসার কমান্ডার শেখ মুজিবুর রহমান ও প্লাটুন কমান্ডার রেজাউল করিম।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায় বলেন আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই, গাছ আমাদের পরম বন্ধু, সুতরাং আসুন আমরা বেশি করে বিভিন্ন প্রকার ফলদ ও কাঠের গাছ লাগাই।