প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন-আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন-এক বছর আগে দেশ ফ্যাসিস্টমুক্ত করার জন্য ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তাক্ত অধ্যায় অতিক্রম করেছে বাংলাদেশ। এখন দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন- নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকারের সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর কার্যকর সমাধান বের করা সম্ভব হবে। রোহিঙ্গা প্রসঙ্গে ইউনূস বলেন- এ সমস্যার মূল উৎস মিয়ানমার এবং সমাধানও তাদের হাতেই। তবে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।