ফরিদপুরের চরভদ্রাসন উপজেলাধীন গাজিরটেক ইউনিয়নের শীল ডাংগী কালী মন্দিরের লক্ষাদিক টাকার গাছ কর্তনের অভিযোগ উঠেছে দু জন প্রভাবশালীর বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন অমরাপুরের মৃত ওসমানের ছেলে বাবুল শেখ ও কাবুল শেখে।
সূত্রে জানা গেছে, উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর আমরাপুর শীল ডাংগী কালী মন্দির সংলগ্ন ছয়টি মেহগনি গাছ কেটে নেয়ার।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অতুল শীল জানান, অভিযুক্ত দুই ভাই আমার নিজের হাতে লাগানো মন্দিরের ছয়টি গাছ ও সরকারি জায়গার ২০-২৫টি গাছ প্রায় তিন লক্ষ টাকা পর্যায়ক্রমে বিক্রি করে আসছে। গত কয়েক দিন আগে কালী মন্দিরের ছয়টি মেহগনি গাছ লক্ষাধিক টাকা বিক্রি করলে আমরা বাধা প্রদান করি। বাধা উপেক্ষা করে গাছগুলি কেটে মন্দিরের সামনে ইস্তুপ করে রাখে। এখন আমরা মন্দির কমিটির সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিষয়টি নিয়ে শিগগিরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।
অভিযোগ স্বীকার করে কাবুল বলেন, আমি আমার পত্তিক সম্পত্তির গাছ আগেও বিক্রি করেছি এবারও করছি এখানে মন্দিরের বা সরকারি সম্পত্তি হিসেবে সরকারের কোন আপত্তি থাকার কথা না।