ফরিদপুরে গ্রামীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দুঃস্থ অসহায় নারীদের পাটজাত পন্যের উপর টেকসই উদ্যোক্তা প্রশিক্ষন দেওয়া হয়েছে।
ব্র্যাক মাইক্রোফিন্যান্স (ইডিইউ) উদ্যোগে, পৌরসভার দক্ষিন চর কমলাপুর এলাকায় পাটজাত পণ্যের হস্তশিল্পের পলিথিনের বিকল্প পাটের ব্যাগ, পাপোশ, ভ্যানিটি ব্যাগ, কার্পেট, ওয়ালসেট, শোপিচ সহ পাটের তৈরী বিভিন্ন জিনিসের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এতেকরে নারীদের আত্মনির্ভরশীল দক্ষতা অর্জন এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সহায়ক হবে। পরে উদ্যোক্তা সৃষ্টি নারীদের ব্র্যাক পরর্বতীতে ঋণ সহায়তার আওতায় আনবে। ব্র্যাক পাটজাত পণ্যের টেকসই শিল্পায়নের প্রবৃদ্ধিকে সমুন্নত রাখতে বিভিন্ন সেবা প্রদান সহ অব্যাহত রয়েছে।
(৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের পরিদর্শন করেন, ব্র্যাক মাইক্রোফিন্যান্স (ইডিইউ) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মলয় চন্দ্র সরকার, ম্যানেজার মোঃ দুলহান হোসেন চৌধুরী, বিভাগীয় হিসাব ব্যাবস্থাপক সুবির কুমার সরকার,
ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আসাদুল্লাহ, (ইডিইউ) এর আঞ্চলিক ব্যাবস্থাপক দেবাশীষ ঘোষ, স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যাবস্থাপক শরিফুল ইসলাম, (ইডিইউ) এর এলাকা ব্যাবস্থাপক আলাউদ্দিন খান।
ব্র্যাক মাইক্রোফিন্যান্স (ইডিইউ) এর প্রশিক্ষক হিসেবে আলেয়া বেগম জেলার বিভিন্ন এলাকায় ২৫ জনের একটি ব্যাচের ৭ দিনের এ প্রশিক্ষন দিয়ে থাকেন।
এ-সময় পরিদর্শনকারী বক্তারা বলেন, ব্র্যাক তাদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং রপ্তানী বাজার সহ স্থানীয় বাজারের প্রকৃত চাহিদা মিটায়ে দেশে পাট শিল্পে সক্ষমতা অর্জন করবে। পাটের উদ্যোক্তা তৈরীতে সর্বোচ্চ মানের প্রশিক্ষণে দেশে প্রচোলিত পাট শিল্পের নতুন উদ্যোক্তা তৈরী হচ্ছে। এতেকরে শুধু উদ্যোক্তা তৈরী নয়, টেকসই উদ্যোক্তা তৈরীতে বাস্তব সম্মত ও যুগউপোযুগী প্রশিক্ষন কর্মশালা হিসেবে সূনাম অর্জন করবে। এই প্রশিক্ষন শেষে কনো উদ্যোক্তা কনো পাট পণ্যের উদ্যোগ গ্রহন করলে আর্থিক ক্ষতির সমুক্ষিন হবেন না।