ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৪ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে, সভায়
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, এনএসআই উপ পরিচালক ইকবাল হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট মোহাম্মদ জয়নুল আবেদিন, জেল সুপার নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাশেম আলী, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, বৃন্দ।
এ সময় বক্তারা ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও
মহাসড়কে দুর্ঘটনা কমাতে ইজিবাইক চলাচলের সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেউ সরকারি আদেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের ডোপটেস্টের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়াও সকল অটোরিক্সাগুলোকে একটি নিবন্ধনের আওতায় নিয়ে আসা যেতে পারে। তা না হলে শহরে জ্যাম বেশি সৃষ্টি হবে শহরবাসী দুর্ভোগে পড়বে বলে মন্তব্য করেন। বক্তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হলে, এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ফরিদপুর শহর এলাকায় সহ বাড়ির আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করে চুরির নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ।এছাড়া রাস্তার পাশে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করেন।
নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে খাবারের ক্ষতিকারক কেমিক্যাল যাতে মেশানো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে আরও বিশেষ নজর দিতে হবে।ইউনিয়ন পর্যায়ে ব্যক্তিবর্গ নিয়ে বাল্যবিবাহ রোধগল্পে উন্মুক্ত আলোচনা করতে হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় পুলিশি টহল জোর দাবি জানানোর হয়। সরকারি রাজেন্দ্র কলেজে মাঠের মধ্যে বহিরাগতদের প্রবেশ নিষেধ সহ কলেজ ভবনে আশপাশে পৌরসভা কে লাইটের ব্যবস্থা করার জন্য গুরুত্ব আরোপ করা হয়।এছাড়া হিন্দু ধর্মালম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা একটি মনিটরিং কমিটি গঠন করা হবে, দূর্গা পূজার সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহায়তা কামনা করা হয়,দুর্গাপূজা উপলক্ষে ৭ দিনপর্যন্ত লাইসেন্স কৃত মদের বার বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া ফরিদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।