আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ টায়
উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসনের সহকারী কমিশনার ভূমি জায়েন হোসেন ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান, চরভদ্রাশন থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায়, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, দৈনিক যুগান্তরের সাংবাদিক মোঃ মেজবাহউদ্দিন,দৈনিক যায় যায় দিনের সাংবাদিক আব্দুস সবুর কাজল, দৈনিক সমকালে সাংবাদিক আবুল কালাম, বাংলা দৈনিকের সাংবাদিক আব্দুস সালাম মোল্লা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস ও সেক্রেটারী বিনয় কুমার বেপারী উপস্থিত ছিলেন।
এ বছর উপজেলায় মোট ১৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান বক্তারা। মন্ডপ গুলি হল, চরভদ্রাশন বাজার সার্বজনীন দূর্গা মন্দির, মধু শিকদারের ডাংগী অনিল বেপারীর বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, বি এস ডাংগী ভবন শিকদারের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, পূর্ব বিএস ডাংগী সার্বজনীন দূর্গা মন্দির সুরেন সাধুর বাড়ি, কামারডাঙ্গী বড়তলা মন্টু বৈরাগীর বাড়ির সামনে সার্বজনীন দুর্গা মন্দির, মাথাভাঙ্গা দুলাল মন্ডলের বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, খালাসী ডাঙ্গী বিমল খালাসীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মাথাভাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির, চরহাজিগঞ্জ বাজার সার্বজনীন দূর্গা মন্দির, চর সুলতানপুর কাপালি পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, শীলডাঙ্গী সার্বজনীন দুর্গা মন্দির, চর অযোধ্যা তেলি ডাঙ্গী সন্তোষ তেলীর বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, বিন্দুডাঙ্গী সার্বজনীন দূর্গা মন্দির, দারিখ সরকারের ডাঙ্গী বিষ্ণুপদ বিশ্বাসের বাড়ি সার্বজনীন বাসন্তী পূজা মন্দির।
আলোচনায় বক্তারা পূজা মন্ডপ গুলো নিরাপত্তা ও সুস্থ আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও উপজেলা বিভিন্ন মন্দিরের সভাপতি ও সেক্রেটারী উপস্থিত ছিলেন।