ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মোঃ জায়েন হোসেন ও চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামান।
এ সময় বক্তব্য দেন, গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা,সমকালের সাংবাদিক আবুল কালাম, দৈনিক যুগান্তরের সাংবাদিক মেজবাহ উদ্দিন, বাংলা দৈনিক সাংবাদিক আব্দুস সালাম ও ভোরের ডাকের সাংবাদিক লিয়াকত আলী লাভলু।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন,শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানকে জিরো টলারেন্স দেখানোর জন্য সকল আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের কে উদাত্ত আহ্বান জানান,এ সময় বহিরাগত কোন উশৃংখল, বোকাটে ছেলেপেলেরা যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে বলে সভায় জানান।
অন্যান্য বক্তারা, বর্তমানে চরভদ্রাসন উপজেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে বলেই ওসি সাহেবকে ধন্যবাদ জানান।