আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে, প্রস্তুতিমূলক বিশেষ সভা ও সরকারি অনুদান (চালের ডি.ও) বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,(১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এর সভাপতিত্বে, সদরের ২০১টি দুর্গা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে (চালের ডি.ও) অনুদান তুলে দেন।
পূজায় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ও উৎসব সম্প্রীতির বার্তা নিয়ে সভায় (ইউএনও) ইসরাত জাহান তিনি তার বক্তব্যে জানান, দুর্গা পূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন সম্প্রীতির উৎসব। ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে এই পূজা উদযাপন করতে হবে। তিনি বলেন, সদর উপজেলা প্রশাসন প্রতিটি পূজামণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পূজা উদযাপনের সময় প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি,
দুর্গা পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণসহ পূজামণ্ডপের পূজারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। স্থানীয় গ্রাম পুলিশ পূজা উদযাপনের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ-সময় সভায় বক্তব্য রাখেন,
ফরিদপুর কোতয়ালী থানার
ওসি তদন্ত আব্দুল্লাহ বিশ্বাস, সদর সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গি, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান,
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাজী রিয়াজ প্রমুখ।
এসময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মণ্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, অপপ্রচার গুজব রোধ, সাউন্ড সিস্টেম সীমিত রাখতে, মনিটরিং টিম গঠিত করে প্রতিটি পূজা মণ্ডপ পরিচালনার মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গা পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, এ বছর ফরিদপুর সদর উপজেলায় মোট ২০১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় পূজামন্ডপগুলোতে পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।