আজ সদরপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে হয়ে গেলো একটি অনাড়ম্বর অনুষ্ঠান। এটি অনুষ্ঠিত হয় উপজেলার আকটের চর পদ্মাপাড়ে ভাইরাল একটি বিনোদন স্পট আকটের কাশবন এলাকায়। যেখানে সদরপুর ও পার্শ্ববর্তী চর ভদ্রাসন উপজেলা থেকে অনেক কনটেন্ট ক্রিয়েটর এসে একসাথে মিলিত হয়ে গঠনমূলক মতামত ব্যক্ত করেন,একে অপরের সাথে পরিচিত হন,কিভাবে কনটেন্ট ভিডিও করলে আইডি গ্রো হতে সহায়ক ভূমিকা রাখে, বিভিন্ন সমস্যা সমাধানের উপায়,মনিটাইজেশন পেতে কি কি করনীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে মুলত আলোচনা করা হয়।
আজকের অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন সদরপুর উপজেলাধীন হাজী শফি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ও সাব্বির হোসেন।
উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মাহবুবুর রহমান দুলাল।শতাধিক কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে উল্লেখ যোগ্য ছিলেন মোঃ সাব্বির হোসেন, ফজলুল হক শিক্ষক পুর্ব শৌলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশিষ্ট ডেনটিষ্ট মাকসুদা আক্তার, আইরিন আক্তার বৈশাখী, চর ভদ্রাসন থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মোস্তফা মাহমুদ, সাজ্জাদ হোসেন সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু।
সভায় সভাপতিত্ব করেন ইমরান হোসেন, এসময় তিনি জানান আগামীতে আরও বৃহৎ পরিসরে জমজমাট একটি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।