ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব।বিতর্কের বিষয় ছিল ” ভাল ফলাফলই নয় নৈতিক শিক্ষাও জরুরি “। ফাইনাল পর্বটিতে অংশ গ্রহন করে চর হাজিগন্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও চর সুলতান পুর মাধ্যমিক বিদ্যালয়। সুলতান পুর মাধ্যমিক বিদ্যালয় থেকে যুক্তি তর্ক তুলে ধরে বিতর্কে অংশগ্রহন করে দলনেতা মাহিমা আক্তার, আফরিন সুলতানা, রোদেলা আক্তার, সহযোগী বক্তা রিয়া আক্তার পক্ষান্তরে হাজিগন্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে অংশগ্রহন করে যুক্তিতর্ক উপস্থাপন করে দলনেতা জান্নাতুল ইসলাম এশা,মিথিলা আক্তার, ফাহিমা আক্তার মিম,সহযোগী বক্তা মেহজাবিন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃযায়েদ হোসাইন, থানা সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী । এ ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হিসাবে পুরস্কার জিতে নেয় চর সুলতান পুর মাধ্যমিক বিদ্যালয় দল।আর রানারআপ দল চর হাজিগন্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।