ফরিদপুরে খেলার সাথিদের সাথে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহাগ শেখ (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল,(২২ সেপ্টেম্বর) সোমবার বিকাল সাড়ে ৫ টার দিক সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাটিকামারী বিলে এই ঘটনা ঘটে।
মৃত্যু সোহাগ শেখ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের মিরাজ শেখের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে সোহাগ বাইসাইকেল নিয়ে খেলার সাথিদের সাথে পাশ্ববর্তী বাটিকামারী বিলে মাছ ধরতে যায়। সাথের খেলার সাথিরা বিলে মাছ ধরতে ব্যস্ততায় থাকায়, তখন তার সঙ্গীদের অজান্তে বিলের পানিতে নেমে গিয়ে ডুবে যায়। সোহাগ সাতার না জানায় বিলের গভীর পানির মধ্যে পড়ে যায়। বাড়ি ফেরার সময় তার সাথের সঙ্গীরা সোহাগকে দেখতে না পাওয়ায় অনেক খুঁজাখুঁজি করে। পরে না পেয়ে সঙ্গীরা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে ঘটনাটি জানায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করেও ব্যর্থ। পরের দিন মঙ্গলবার সকালে বিলের গভীর পানির তল থেকে সোহাগের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় ৮ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহিদ মোল্লা জানান, সোহাগ তার সঙ্গীদের মাছ ধরতে বিলে যাওয়ার কথা শুনে বাইসাইকেল নিয়ে বিলে যায়। পরে সোহাগ এক মুহূর্তে বিলের গভীর পানিতে নেমে পড়ে। সোহাগ সাতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে কোতয়ালী থালার পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।