বাড়ির লোকজনের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাদের ভয় দেখাতে ককটেল রেখে গেছে।
ওবায়দুর মোল্যার ছেলে মিজানুর মোল্যা বলেন, “প্রতিপক্ষ কবির মোল্যা আর আফজাল মাতব্বর কয়েক দিন ধরে লোকজন নিয়ে আমাদের বাড়ির সামনে মহড়া দিচ্ছে। আজ সকালে উঠেই দেখি ককটেল পড়ে আছে। ওরা আমাদের ভয় দেখানোর জন্য এগুলো রেখে গেছে।”
তবে অভিযুক্ত কবির মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। বরং ওরাই কয়েক দিন আগে আমার ভাইকে মারধর করেছে। এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করেছে। কারা এটি রেখে গেছে, কেন রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।