জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে বসবাস করা শতাধিক গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। সোমবার দুপুরে পরিষদ প্রাঙ্গনে সরকারি (জি আর) বরাদ্দের দেড ‘হাজার কেজি চাল বিতরন করেন তিনি। প্রতিটি পরিবারের মাঝে ১৫’কেজি করে চাল বিতরণ করেন বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নাজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবু, উপজেলা মহিলা দলের সম্পাদিকা ও ইউপি সদস্য রাজিয়া সুলতানা, ইউপি মোঃ খলিলুর রহমান, মোঃ নওশাদ আলী, আরিফ হোসেন, মোঃ সরোয়ার্দী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ কাউসার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হযরত আলী ও মোঃ দবির হোসেন সহ অনেকে।