জয়পুরহাট পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী চকশিমুলীয়া গ্রামের দিনমজুর ইউনুছ আলী মন্ডল। মাঝেমধ্যে ঢাকা শহরে রিকশা চালায়। তার একমাত্র আদরের স্কুল পড়ুয়া মেয়েকে জমানো টাকা খরচ করে আত্বীয় স্বজন নিয়ে ধুমধাম করে বিয়ে দেন। প্রথমে জামাইকে ভালো মনে হলেও বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারের সবাই মিলে মেয়েকে নানাভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে। বিয়ের এক বছরের মাথায় মেয়ে একটি প্রতিবন্ধী সন্তানের জন্ম দেয় । ইউনুছ বলেন, মেয়ের সংসার টিকানোর অনেক চেষ্টাও করেছি কাজ হয়নি। সর্বশেষ বিষয়টি সমাধানে আদালতের আশ্রয় না নিয়ে বাগজানা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার দেই। মাত্র ১০ টাকার বিনিময়ে গ্রাম আদালতের চেয়ারম্যান মেম্বার একদিনেই বিষয়টি সমাধান করে দেয়। তিনি আরো বলেন, আদালতে গেলে অনেক টাকা খরচ হতো এবং বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হতো। নিজেদের মধ্যের ছোটখাটো এমন সমস্যা সমাধানে উচ্চ আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার দেওয়ার পরামর্শ দেন ইউএনও, চেয়ারম্যান, মেম্বার ও এলাকার সুধিজন। জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচার কার্যক্রম স্বশরীরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক আদালতের বিচারক সেজে বাদি বিবাদী, উকিল ও পেশকারের সমন্বয়ে বিচার কার্যক্রম করছেন। অল্প খরচে ছোটবড় সমস্যার সমাধান পেয়ে বাদী বিবাদী উভয় পক্ষই বেশ খুশি। সরকারি বিধি অনুযায়ী তিন লক্ষ টাকার বিচার কাজ আমরা চেয়ারম্যান ও মেম্বাররা মিলে গ্রাম আদালতেই মিটিয়ে দেই বলে জানান চেয়ারম্যান নাজমুল হক। তিনি আরো বলেন, এই পরিষদের গ্রাম আদালতে দায়ের করা ১৯৭’টি মামলার মধ্যে ১৭২’টি নিষ্পত্তি হওয়ায় জেলার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি। গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু বলেন, বিচার কার্যক্রমগুলো নিয়মিত আমরা মনিটরিং করে থাকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ সাধারণ মানুষকে উচ্চ আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম বিচার দেওয়ার পরামর্শ দেন।
গত বুধবার গ্রাম আদালতের বিচার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবু, যুবদল নেতা মোহাম্মদ হযরত আলী ও দবির হোসেন সহ পরিষদের ইউপি সদস্যগন।