:
পাঁচবিবিতে মাদক,চোরাচালান ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীমন্তপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধরঞ্জি ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলার সুযোগ্য ও জনবান্ধব নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম,শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,ইউ,পি সদস্য লাইজুর রহমান,ব্যবসায়ী জাহিদুল ইসলাম, সমাজসেবক আলাউদ্দিন মন্ডল ও আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা,মাদক চোরাচালান বন্ধ ও মাদক থেকে বিরত থাকাসহ এলাকার জানমাল রক্ষার্থে গ্রাম পাহারার ব্যবস্হা গ্রহনের পরামর্শ দেন ।এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫ শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।