জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও সরকারী ব্যবস্থাপনায় হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মোঃ সাজেদুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী রোমানা রিয়াজ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপাইভাইজার মোঃ রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন। পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন। মুসলিম ধর্মের মানুষের জন্য হজ্ব পালন করা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক সময় শোনা যায় দালালের খপ্পরে পড়ে টাকা-পয়সা খোয়া যায়। এসব ঝামেলা থেকে রক্ষা পেতে সরকারীভাবে হজ্ব পালনের ব্যবস্থা আছে। আপনারা যারা আল্লাহর পবিত্র ভূমি কাবা শরীফ হজ্বের জন্য যেতে ইচ্ছুক ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যাবেন কোন প্রকার সমস্যা বা জটিলতা ছাড়াই যেতে পারবেন,সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ উপস্থিত সবার উদ্দেশ্যে এ কথা বলেন।