জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন সরকারী, বে- সরকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প দিনব্যাপি পরিদর্শন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ( যুগ্ম সচিব) পারভেজ রায়হান। ২৭ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ একাডেমিত পরিদর্শন শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি । দুপুরের পরে পাঁচবিবি উপজেলা পরিষদ ও ভুমি অফিস পরিদর্শন করেন । এর মাঝে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীগণকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন তিনি । পরে তিনি উপজেলা পৌরসভা পরিদর্শন করেন
শুরুতে তাকে অর্ভ্যথনা জানান উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ ও সহকারি কমিশনার ( ভুমি) বেলায়েত হোসেন । উপস্হিত ছিলেন দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার ও সহকারী শিক্ষকবৃন্দ ।
পরিদর্শন শেষে সকল প্রতিষ্ঠান ও প্রকল্পের কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ।