:
জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইলে চাঁদা চাওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানকে (৩২) বেধড়ক মারপিট করার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এসময় সহকর্মীরা সাইদারকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
মামলা সুত্রে জানা যায়, গত কিছুদিন পূর্বে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানের মুঠোফোনে একটি নম্বর থেকে ফোন দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুলের নাম ভাঙ্গিয়ে দুই লক্ষ চাঁদা দাবী করেন। বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক উভয় পক্ষকে নিয়ে বিদ্যালয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সাইদার কর্তৃক ইউপি সদস্যদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জোড়ালো কোন প্রমান দিতে না পারায় ঐ বৈঠকেই ইউপি সদস্য তার মানহানির হয়েছে মর্মে লিখিত অভিযোগ করেন এবং সেটি নিয়ে গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বৈঠক বসার কথা ছিলো। কিন্তুু রোববার কোন কারণে বৈঠক না হওয়াই আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ১১টায় পূণরায় বৈঠকে বসার কথা থাকলেও সকাল সাড়ে ১০ টায় ইউপি সদস্য শফিকুল ইসলাম, তার ছেলে ভাগিনা সহ আরেক জন বহিরাগতকে নিয়ে মারমুখী হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তারা সাইদার খুঁজতে থাকে। এক পর্যায়ে সাইদার কে কম্পিউটার ল্যাব কক্ষে পেয়ে এ্যালোপাথারী মারপিট করতে থাকে। এসময় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে ইউপি সদস্য শফিকুল প্রধান শিক্ষক ও সাইদারকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এবিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সেখানে কোন মারামারির ঘটনা ঘটেনি। একটু ধাক্কাধাক্কির হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী মন্ডল বলেন, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম পূর্ব শত্রæতার জের ধরে স্কুল কক্ষে প্রবেশ করে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদারের উপর অর্তকিত হামলা করে। এতে আমরা শিক্ষক কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত পূর্বক সুষ্ট বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে ইউপি সদস্য শফিকুলের ছেলে রাকিবুলকে আটক করা হয়েছে।