জয়পুরহাটের পাঁচবিবিতে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে পৌরসভার বড় নারায়নপুর গ্রামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ইলেভেন স্টার ক্লাবের সভাপতি শিপন মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম মন্ডল, থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন, ইলেভেন স্টার ক্লাবের সদস্য সজীব, পাপ্পু, রুবেল, আলামিন প্রমুখ।
পরে ব্যাট হাতে বল মেরে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।
উদ্বোধনী খেলায় পাঁচবিবি ক্রিকেটার্স ও হিলি ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।