ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল জবিউল্লাহ (২৩) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রাম থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ইসমাইল জবিউল্লাহ বালিয়া গট্টি গ্রামের মো. মনির মোল্যার ছেলে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া তিনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে গোপন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।
মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি।