কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের নাগরিক সেবা প্রদান ও এলাকার উন্নয়ন দেখে সন্তুষ্ট হয়ে উঠছে খুরুশকুলের সাধারণ জনগন। তার এসব সেবা ও উন্নয়ন মুলক কর্মকাণ্ড দেখে দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন তার চলমান স্বচ্ছ নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন মুলক কার্যক্রম অব্যাহত রাখলে ভবিষ্যতে খুরুশকুলবাসি তাকে আবারো অভিভাবক হিসাবে মনোনীত করতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন সমাজ।
খুরুশকুল ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে আসা বেশকিছু সেবাপ্রার্থীদের সাথে কথা হয় প্রতিবেদকের। তখন ২নং ওয়ার্ড ডেইল পাড়া এলাকার মোঃ আরিফ বলেন- আগে আমরা পরিষদে আসলে চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। এখন আর বসে থাকতে হয় না। যখনই আসি তখনই চেয়ারম্যানকে পরিষদে পাই। এরকম চেয়ারম্যান আমরা আজীবন চাই। ছেলের জন্য জন্ম নিবন্ধন করতে আসা ৮নং ওয়ার্ড মেহেদী পাড়া এলাকার মর্জিনা আক্তার বলেন- আগে আমার বড় ছেলের জন্য জন্ম নিবন্ধন করেছি, কিন্তু বেশি কষ্ট পেয়েছি। চৌকিদার, মেম্বার ও চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য প্রায় ১ মাস লেগেছে। ঠিক মত কাউকে পরিষদে পাইনি। আজকে ছোট ছেলের জন্ম নিবন্ধন করতে আসার সাথে সাথে সবার সাক্ষর পেয়েছি। আমি বর্তমান চেয়ারম্যানের সেবায় সন্তুষ্ট। ভবিষ্যতেও আমরা খুরুশকুলে এরকম চেয়ারম্যান চাই।
উল্লেখ্য যে, খুরুশকুলের সাবেক চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী নির্বাচিত হওয়ার পর থেকে তার আমিত্ব ও স্বেচ্ছাচারীতা দেখে পরিষদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ জনগন। পরিষদে ভেঙ্গে পড়েছিল নাগরিক সেবা। গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর শাহজাহান ছিদ্দিকী পলাতক থাকায় কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভুমি) কে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠ ও কার্যকরভাবে পরিচালনার জন্য চলতি বছরের ২৩ মার্চ প্রশাসকের পরিবর্তে ৮নং ওয়ার্ডের মেম্বার (প্যানেল-১) মোঃ নাছির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ করেন জেলা প্রশাসক। তার আগে মোঃ নাছির উদ্দিনকে দায়িত্ব প্রদানের পক্ষে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য লিখিত মতামত প্রেরণ করেছিলেন।
নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-“আমি চেয়ারম্যান নির্বাচন করে এই চেয়ারে আসিনি। মহান আল্লাহ জনগনের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি যতটুকু পারি জনগনের সেবা করার চেষ্টা করছি”। তিনি আরো বলেন- “আমি দায়িত্ব পাওয়ার পর থেকে খুরুশকুলের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে অবহেলায় পড়ে থাকা রাস্তার কাজ ও ড্রেইন নির্মাণের চেষ্টা করছি। আমি কি রকম নাগরিক সেবা দিচ্ছি ও কি রকম এলাকার উন্নয়ন করছি সেটা বলবে জনগন”। নিরবিচ্চিন্ন নাগরিক সেবা প্রদান ও এলাকার উন্নয়নে সর্বস্তরের জনসাধারনের সহযোগীতা কামনা করেন এই জনপ্রতিনিধি।