বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্থান হতে বাংলাদেশে ছুটে আসছিলেন বাংলাদেশের পক্ষে লড়াই করার প্রয়াসে। কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে তাঁর বিমান বিধ্বস্ত হলে, তিনি শহীদ হন। বাংলাদেশ তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়। তাঁকে করাচীতে সমাধিস্থ করা হয়। কিন্তু তখন থেকেই একটি মিথ্যা আমাদের মাঝে প্রচলিত, তার কবরের ফলকে নাকি পাকিস্থানিরা লিখে রেখেছে এদারসে সোয়া রাহাহে এক গাদ্দার, যার বাংলা হল এখানে একজন বিশ্বাসঘাতক শোয়ে আছে। প্রকৃতপক্ষে এধরনের কোন ফলকের অস্তিত্ব নেই তার সমাধিতে। ইন্টারনেট অবলম্বনে দেখা যায়, কবরের ফলকে প্রথমে বিসমল্লাহির রাহমানির রাহিম, তারপর তার পদমর্যাদা( ফ্লাইট লেফটেন্যান্ট) এবং এর পর তার নাম এবং মৃত্যুর তারিখ লেখা রয়েছে।