সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সেবা ক্যাম্প-২০২৫ যথাযথভাবে পালন হচ্ছে। এই ক্যাম্পে উপস্থিত আছেন পরিষদের চেয়ারম্যান আছলাম বেপারী, মেডিক্যাল টেকনোলজিষ্ট(ল্যাব) যাদব চন্দ্র বিশ্বাস, মিডওয়াইফ হাসনাহেনা পিংকি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছকিনা বেগম, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ই,পি,আই) শহীদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী বিউটি আক্তার, সালেহা আক্তার, সৈয়দ আবদুল্লাহ, ফারজানা হক মুক্তা, এফ,ডব্লিউ,এ, পারভীন জাফরী, সেলিনা আক্তার, জাহিদা আক্তার কানন, নুসরাত জাহান। এই ক্যাম্পে অত্র ইউনয়নের সাধারন জনগনের ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও ব্লাড গ্রুপ নির্নয় করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়।