ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মধ্যে দিয়ে জাতীয়তাবাদী বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে,(১ সেপ্টেম্বর) সোমবার বিকেলে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়।
অন্যদিকে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার নেতৃত্বে, সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে, ফরিদপুর ম্যাটসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
পৃথক সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। বক্তারা, আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।