গত ০১/০৯/২০২৫ ভোর রাতে প্রভিটা ফিড এন্ড হ্যাচারীজ লিমিটেড এর গাড়ী নং ঢাকা মেট্রো উ ১১-২২৪৮ টাঙ্গাইলে বাচ্চা সরবরাহ করতে গিয়ে দূর্ঘটার শিকার হয়।নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়ির পিছনে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন প্রভিটার ট্রান্সপোর্ট সহকারী সুমন। এবং মারাত্মক আহত হন চালক গোলাম মাওলা তালুকদার।
নিহত সুমন চালক মাওলা তালুকদার এর চাচাত ভাই। উভয়ের বাড়ী সিরাজগঞ্জে।