ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে ২৭৮জন দরিদ্র মহিলার মাঝে ভি,ডব্লিউ,বি এর কার্ড বিতরন করা হয়েছে। কার্ড বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, তদারকি কর্মকর্তা মো: মোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান আছলাম বেপারী, পরিষদের সকল সদস্য সহ দরিদ্র মহিলারা। কার্ড বিতরন প্রসঙ্গে চেয়ারম্যান আছলাম বেপারী বলেন, দরিদ্র মহিলাদের তুলনায় বরাদ্দ কম থাকায় বিতরনে হিমসিম খেয়েছি। তারপরও চেষ্টা করেছি সুষ্টু বন্টনের জন্য।