পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিজস্ব পতিত জমিতে আম বাগান সৃজন কর্মসূচীর আলোকে জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ ইকবাল হোসেনের দিক নির্দেশনায় অএ বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করেন দাতা সদস্য আলহাজ্ব আব্দুল বারী ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক সোয়েব হোসেন, সহকারী শিক্ষক মহিউদ্দিন, সহকারী শিক্ষক মতিউর রহমান ,সহকারী শিক্ষক বাবুল হোসেন, সহকারী শিক্ষক আক্কাস আলী,সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, শচীন ,আবু হাসান, আব্দুল বারীক সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ।
শেষে বিদ্যালয় অঙ্গণে আম,জাম, কাঁঠাল, আমড়া ,নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করা হয়।